যে সকল পদার্থের ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্য পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি সেগুলো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এই পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষপথে চারটি ইলেকট্রন থাকে। এদের পরিবাহীতা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের পরিবাহীতার মাঝামাঝি এবং পরিবাহীতা 10-3 – 10-6 /Ohm/cm । এর ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দিয়ে আংশিক পূর্ণ থাকে এবং কন্ডাকশন ব্যান্ড প্রায় খালি থাকে। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মদ্ধে এনার্জি গ্যাপ অনেক কম, প্রায় 1ev । তাপমাত্রা এবং বৈদ্যুতিক চাপ বৃদ্ধি পেলে এর পরিবাহীতা বৃদ্ধি পায়। হোল এবং এবং ইলেকট্রনের মাধ্যমে সেমিকন্ডাক্টরে কারেন্ট প্রবাহিত হয়। যেমনঃ সিলিকন (Si), জার্মেনিয়াম (Ge), কার্বন (C), টিন (Sn), গ্যালিয়াম আর্সেনাইড (GaAs), গ্যালিয়াম ফসফাইড (GaP), গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড (GaAsP), লিড টেলুরাইড, ক্যাডমিয়াম সালফাইড (CdS)
সেমিকন্ডাক্টরের প্রকারভেদ:
- ১. খাঁটি সেমিকন্ডাক্টর (Intrinsic Semiconductor)
- ২. ভেজাল সেমিকন্ডাক্টর (Extrinsic Semiconductor)