টাইপ L প্লাগ এর পিনগুলো গোলাকার এবং সবগুলো একই লাইনে। 10 এম্পিয়ার সকেটের পিনগুলো 4 মি.মি. পুরু এবং পিন টু পিন দূরত্ব 5.5 মি.মি.। 16 এম্পিয়ার সকেটের পিনগুলো 5 মি.মি. পুরু এবং পিন টু পিন দূরত্ব 8 মি.মি.। এর রেটিং 10 এম্পিয়ার এবং 16 এম্পিয়ার।
ক্লাস L টাইপ প্লাগ-সকেট যেখানে ব্যবহার করা হয়ঃ
দেশ/অঞ্চল | প্লাগ-সকেট টাইপ |
---|---|
আলবেনিয়া | C, F, L |
ক্যানারি দ্বীপপুঞ্জ | C, E, L |
চিলি | C, L |
ইথিওপিয়া | C, E, F, L |
ইতালি | C, F, L |
জর্দান | C, G, L |
লিবিয়া | D, L |
মালদ্বীপ | D, G, J, K, L |
সান মেরিনো | C, F, L |
সিরিয়া | C, E, L |
উরুগুয়ে | C, F, L I |