যে পদ্ধতিতে ধাতব পদার্থের সংযোগস্থল সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার গলিয়ে সংযোগস্থলকে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যালভাবে সংযোগ দেয়া হয় তাকে সোল্ডারিং বলে।
সোল্ডারিং এর জন্য সোল্ডার, সোল্ডারিং আয়রন এবং রজন প্রয়োজন। সোল্ডার সাধারণত 40:60 অনুপাতের সীসা ও টিনের মিশ্রণে তৈরি। ধাতব পদার্থের সংযোগস্থলের ময়লা পরিষ্কার করতে রজন ব্যবহার করা হয়।