মাতৃভাষা বাংলায় ট্রিপল ই ইঞ্জিনিয়ারিং
Search
Close this search box.

এন-টাইপ সেমিকন্ডাক্টর (N-Type Semiconductor)

যখন পিওর সিলিকন ক্রিস্টালে একটি পঞ্চ-যোজী পরমাণু ভেজাল হিসেবে প্রবেশ করানো হয় বা মিশানো হয়, তখন পঞ্চ-যোজী পরমাণুর চারটি ইলেকট্রন নিকটতম চারটি সিলিকন পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সাথে শেয়ারিং এর মাধ্যমে কো-ভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে তার ভ্যালেন্স ব্যান্ডকে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ করে। ফলে পঞ্চ-যোজী পরমাণুর একটি অতিরিক্ত ইলেকট্রন মুক্ত হয়ে যায়, তখন এই মুক্ত ইলেকট্রনটি কন্ডাকশন ব্যান্ড অরবিটে চলে যায়। এভাবে ডোপিং এর পরিমাণ বৃদ্ধি করে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন বৃদ্ধি করা যায়। ফলে মেজোরিটি চার্জ ক্যারিয়ার হয় ইলেকট্রন অন্যদিকে থার্মাল এনার্জির অধীনে উৎপাদিত হোলের পরিমাণ কম। ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ বহন করে, এজন্য এভাবে গঠিত ভেজাল সেমিকন্ডাক্টরকে এন-টাইপ সেমিকন্ডাক্টর বলে।

পঞ্চ-যোজী পরমাণুকে দাতা পরমাণু বলা হয়, কারণ এরা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন উৎপন্ন করে। দাতা পরমাণু গুলো হল আর্সেনিক, অ্যান্টিমনি এবং ফসফরাস।

আপনি আরো পড়তে পারেন

হোল (Hole)

পরমাণুতে বাহ্যিক এনার্জি প্রয়োগের ফলে এর ভ্যালেন্স ব্যান্ড বা বাহিরের শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন স্থানান্তর হয়ে কন্ডাকশন ব্যান্ড বা উচ্চতর শক্তি স্তরে যায়। এ

সোল্ডারিং (Soldering)

যে পদ্ধতিতে ধাতব পদার্থের সংযোগস্থল সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার গলিয়ে সংযোগস্থলকে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যালভাবে সংযোগ দেয়া হয় তাকে সোল্ডারিং বলে। সোল্ডারিং এর জন্য সোল্ডার, সোল্ডারিং

ভোল্টেজ কোয়াড্রুপলার (Voltage Quadrupler)

ভোল্টেজ কোয়াড্রুপলার মাল্টিপ্লায়ার সার্কিট ইনপুট এ.সি. ভোল্টেজের পূর্ণ সাইকেলকে ব্যবহার করে আউটপুটে চার গুণ পরিমাণ ডি.সি. ভোল্টেজ প্রদান করে। ভোল্টেজ কোয়াড্রুপলার সার্কিট ডায়াগ্রামএখানে চারটি ডায়োড

ভোল্টেজ ট্রিপলার (Voltage Tripler)

ভোল্টেজ ট্রিপলার মাল্টিপ্লায়ার সার্কিট ইনপুট এ.সি. ভোল্টেজের পূর্ণ সাইকেলকে ব্যবহার করে আউটপুটে তিন গুণ পরিমাণ ডি.সি. ভোল্টেজ প্রদান করে। ভোল্টেজ ট্রিপলার এখানে তিনটি ডায়োড এবং