রেজিস্টর একটি দুই টার্মিনাল বিশিষ্ট প্যাসিভ ইলেকট্রিক্যাল ডিভাইস যা বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে।
রেজিস্টর সার্কিটে বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে এবং একই সাথে সার্কিটে ভোল্টেজ ড্রপ করে। রেজিস্টরের ধর্মকে রেজিস্ট্যান্স বলে। সার্কিটের বিভিন্ন পথের কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করে বিভিন্ন কম্পোনেন্টকে প্রয়োজনীয় ভোল্টেজ প্রদান করাই রেজিস্টরের কাজ।
রেজিস্ট্যান্সের একক ওহম। এর প্রতীক Ω। ওহম অনেক ছোট, তাই কিলো ওহম এবং মেগা ওহমও ব্যবহার করা হয়। রেজিস্টরের স্পেসিফিকেশনে কারেন্ট রেটিংও দেয়া থাকে। যেমনঃ 1/4 W, 1/2W, 1W, 5W বা10W, ওয়াট যত বেশি হবে, কারেন্ট বহন ক্ষমতা তত বেশি হবে এবং আকৃতি তত বড় হবে।
কারেন্টকে কি পরিমাণ বাধা দিবে তা এর মান ও ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। রেজিস্টর বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি হয়, তবে কার্বণ দিয়ে সবচেয়ে বেশি তৈরি হয়। কার্বণ রেজিস্টর ছোট এবং চিকন হয়। রেজিস্টরের দুই প্রান্তে দুটি টার্মিনাল থাকে। টার্মিনাল দুটি সার্কিটে সংযোগ করা হয়।
রেজিস্টরের প্রকারভেদ
- ফিক্সড রেজিস্টর (Fixed resistor)
- কার্বণ কম্পোজিশন রেজিস্টর (Carbon Composition Resistor)
- কার্বণ পাইল রেজিস্টর (Carbon Pile Resistor)
- কার্বণ ফিল্ম রেজিস্টর (Carbon Film Resistor)
- প্রিন্টেড কার্বণ রেজিস্টর (Printed Carbon resistor)
- থিক এবং থিন ফিল্ম রেজিস্টর (Thick and Thin Film Resistor)
- মেটাল ফিল্ম রেজিস্টর (Metal film Resistor)
- মেটাল অক্সাইড ফিল্ম রেজিস্টর (Metal Oxide Film Resistor)
- ওয়্যার উন্ড রেজিস্টর (Wire Wound Resistor)
- ফয়েল রেজিস্টর (Foil Resistor)
- এমিটার শান্ট রেজিস্টর (Ammeter Shunts Resistor)
- গ্রীড রেজিস্টর (Grid Resistor)
- সারফেস মাউন্ট রেজিস্টর (Surface Mount Resistor)
- ভেরিয়েবল রেজিস্টর (Variable Resistors)
- এডজাস্টেবল রেজিস্টর (Adjustable Resistors)
- পটেনশিওমিটার (Potentiometers)
- রেজিস্ট্যান্স ডিকেড বক্স (Resistance Decade Boxes)
সাধারণ রেজিস্টর | |
ভেরিয়েবল রেজিস্টর | |