যে সকল ডিভাইসের অপারেশন ইলেকট্রন প্রবাহ দিয়ে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাদের ইলেকট্রনিকস ডিভাইস বলে। যেমন: ইলেকট্রনিকস সার্কিটে ব্যবহৃত ডিভাইস যেমন: রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর, মসফেট, LED, আই.সি. ইত্যাদি। অধিকাংশ ইলেকট্রনিকস ডিভাইস লো ভোল্টেজ ও লো কারেন্টে দক্ষতার সাথে কাজ করে। এগুলো পাওয়ারও অনেক কম গ্রহণ করে। উদাহরণ হিসেবে কম্পিউটার, মোবাইল ফোনের কথা বলা যায়।
আই.সি. বা ইন্টিগ্রেটেড সার্কিট (IC or Integrated Circuit)
আই.সি. এর পূর্ণ নাম ইন্টিগ্রেটেড সার্কিট। আই.সি. কে সিলিকন চিপ বা চিপ বলা হয়। এটি এক ধরনের মাইক্রো ইলেকট্রনিকস ডিভাইস, যাতে অনেকগুলো ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর,