কার্বন ফিল্ম রেজিস্টরে একটি সিরামিক দন্ডের উপরে কার্বণ যৌগের প্রলেপ দেয়া হয়। এই প্রলেপকে কেটে স্পাইরাল আকৃতির পরিবাহী পথ তৈরি করা হয়। এই পরিবাহী পথের রেজিস্ট্যান্সই রেজিস্টরের রেজিস্ট্যান্স। রেজিস্টরের দুই প্রান্তে মেটাল ক্যাপ লাগিয়ে এর গায়ে কালার কোড দেয়া হয়।
এই রেজিস্টরের তাপমাত্রা সহগ অনেক কম। এই রেজিস্টরের মান কয়েক ওহম হতে কয়েক মেগা ওহম পর্যন্ত হয়ে থাকে।