ওয়্যার উন্ড রেজিস্টরে নাইক্রোম তার,টাংস্টেন, ম্যাংগানিন ইত্যাদি ব্যবহার করা হয়। এতে সিরামিক বা সিমেন্টের বেসের উপর তার পেঁচানো হয়। তারের দুই পান্তে টার্মিনাল সংযুক্ত করে ইনস্যুলেটিং কোটিং দিয়ে ঢেকে দেয়া হয়।
আই.সি. বা ইন্টিগ্রেটেড সার্কিট (IC or Integrated Circuit)
আই.সি. এর পূর্ণ নাম ইন্টিগ্রেটেড সার্কিট। আই.সি. কে সিলিকন চিপ বা চিপ বলা হয়। এটি এক ধরনের মাইক্রো ইলেকট্রনিকস ডিভাইস, যাতে অনেকগুলো ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর,