এই প্রজেক্টে আমরা চোর ধরার এলার্ম তৈরি করবো। আমাদের নির্দিষ্ট স্থানে কোন ব্যক্তি প্রবেশ করলেই বেজে উঠবে এলার্ম। মানুষের উপস্থিতি সনাক্ত করার জন্য আমরা PIR সেন্সর মডিউল ব্যবহার করবো।
প্রয়োজনীয় জিনিস-পত্র
- HC-SR501 PIR মোশন সেন্সর মডিউল
- 9V ব্যাটারি
- 9V ব্যাটারি কানেক্টর
- অন-অফ সুইচ
- ফিমেল হেডার কানেক্টর
- ট্রানজিস্টর 2222A
- ভেরো বোর্ড
- বাজার 5V
- 100Ω রেজিস্টর
HC-SR501
HC-SR501 একটি PIR মোশন সেন্সর মডিউল যা এর সামনে উপস্থিত প্রাণীর নড়াচড়া নির্ণয় করতে পারে। এটি মানুষ বা অন্যকোন জীবদেহ থেকে নিঃসৃত ইনফ্রারেড রশ্মি শনাক্ত করার মাধ্যমে নড়াচড়া নির্ণয় করে। PIR এর পূর্ণরূপ হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড (Passive Infrared) ।
এই মডিউলটি ইনপুট পাওয়ার 5V-20V DC নিতে পারে। সেন্সরের সামনে যখন নড়াচড়া শনাক্ত করে তখন এর আউটপুট পিনে 3.3V পাওয়া যায়। এর রেঞ্জ 3-7M দূরত্ব পর্যন্ত। 0.3S – 18S পর্যন্ত ডিলে সেট করা যায়। HC-SR501 মডিউলটি সর্বোচ্চ ১২০ ডিগ্রী কোণে সাত মিটারের ভেতর অবস্থিত প্রাণীর নড়াচড়া সনাক্ত করতে সক্ষম।
সার্কিট ডায়াগ্রাম
এই সার্কিটটি তৈরি করে বাসা/ঘরের প্রবেশ পথে সেট করে দিলে সেখানে কোন মানুষ প্রবেশ করলেই বেজে উঠবে বাজার এলার্ম। আরো বিস্তারিত ভিডিওতে দেখুন।
মজার-মজার ইলেকট্রনিক্স প্রজেক্ট পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/channel/UCYHfZ8A796IzaOIdLJowwMQ?sub_confirmation=1
ভিডিও লিংক: https://youtu.be/9baotG6ppzY