মাতৃভাষা বাংলায় ট্রিপল ই ইঞ্জিনিয়ারিং

ট্রিপল ই বাংলা

Search
Close this search box.

PIR মোশন সেন্সর চোর ধরার যন্ত্র

এই প্রজেক্টে আমরা চোর ধরার এলার্ম তৈরি করবো। আমাদের নির্দিষ্ট স্থানে কোন ব্যক্তি প্রবেশ করলেই বেজে উঠবে এলার্ম। মানুষের উপস্থিতি সনাক্ত করার জন্য আমরা PIR সেন্সর মডিউল ব্যবহার করবো।

প্রয়োজনীয় জিনিস-পত্র

  • HC-SR501 PIR মোশন সেন্সর মডিউল
  • 9V ব্যাটারি
  • 9V ব্যাটারি কানেক্টর
  • অন-অফ সুইচ
  • ফিমেল হেডার কানেক্টর
  • ট্রানজিস্টর 2222A
  • ভেরো বোর্ড
  • বাজার 5V
  • 100Ω রেজিস্টর

HC-SR501

HC-SR501 একটি PIR মোশন সেন্সর মডিউল যা এর সামনে উপস্থিত প্রাণীর নড়াচড়া নির্ণয় করতে পারে। এটি মানুষ বা অন্যকোন জীবদেহ থেকে নিঃসৃত ইনফ্রারেড রশ্মি শনাক্ত করার মাধ্যমে নড়াচড়া নির্ণয় করে। PIR এর পূর্ণরূপ হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড (Passive Infrared) ।

HC-SR501 PIR মোশন সেন্সর মডিউল
HC-SR501 PIR মোশন সেন্সর মডিউল

এই মডিউলটি ইনপুট পাওয়ার 5V-20V DC নিতে পারে। সেন্সরের সামনে যখন নড়াচড়া শনাক্ত করে তখন এর আউটপুট পিনে 3.3V পাওয়া যায়। এর রেঞ্জ 3-7M দূরত্ব পর্যন্ত। 0.3S – 18S পর্যন্ত ডিলে সেট করা যায়। HC-SR501 মডিউলটি সর্বোচ্চ ১২০ ডিগ্রী কোণে সাত মিটারের ভেতর অবস্থিত প্রাণীর নড়াচড়া সনাক্ত করতে সক্ষম।

HC-SR501 পিনআউট
HC-SR501 পিনআউট

সার্কিট ডায়াগ্রাম

সার্কিট ডায়াগ্রাম

এই সার্কিটটি তৈরি করে বাসা/ঘরের প্রবেশ পথে সেট করে দিলে সেখানে কোন মানুষ প্রবেশ করলেই বেজে উঠবে বাজার এলার্ম। আরো বিস্তারিত ভিডিওতে দেখুন।

 

মজার-মজার ইলেকট্রনিক্স প্রজেক্ট পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/channel/UCYHfZ8A796IzaOIdLJowwMQ?sub_confirmation=1

 

ভিডিও লিংক: https://youtu.be/9baotG6ppzY

আপনি আরো পড়তে পারেন

আরডুইনো ডিজিটাল DHT11 টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর

এই প্রজেক্টে আমরা আরডুইনোতে DHT11 টেম্পারেচার -হিউমিডিটি সেন্সর সংযোগ করবো। প্রয়োজনীয় জিনিস-পত্র আরডুইনো ইউ.এন.ও. আরডুইনো IDE ইউ.এস.বি. A to B ক্যাবল ব্রেডবোর্ড DHT11 মডিউল ব্রেডবোর্ড

আরডুইনো ADC

ADC এর পূর্ণরূপ এনালগ টু ডিজিটাল। বিভিন্ন সেন্সর/ডিভাইস থেকে এনালগ সিগন্যাল পাওয়া যায়। কিন্তু মাইক্রোকন্ট্রোলার শুধু 0 এবং 1 পড়তে পারে। এজন্য এনালগ সিগন্যাল ভোল্টেজকে

আরডুইনো ডিজিটাল থার্মোমিটার

এই প্রজেক্টে আমরা LM35 টেম্পারেচার সেন্সর দিয়ে আরডুইনো ডিজিটাল থার্মোমিটার তৈরি করবো। প্রয়োজনীয় জিনিস-পত্র আরডুইনো ইউ.এন.ও. আরডুইনো IDE ইউ.এস.বি. A to B ক্যাবল ব্রেডবোর্ড LM35

আরডুইনো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (LCD)

এই প্রজেক্টে আমরা আরডুইনো UNO এর সাথে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (LCD) সংযোগ করে ডিসপ্লেতে লেখা প্রদর্শন করবো। প্রয়োজনীয় জিনিস-পত্র আরডুইনো ইউ.এন.ও. আরডুইনো IDE ইউ.এস.বি. A