মাতৃভাষা বাংলায় ট্রিপল ই ইঞ্জিনিয়ারিং

ট্রিপল ই বাংলা

Search
Close this search box.

5V রিলে মডিউল প্রজেক্ট

প্রয়োজনীয় পার্টস:

  • ভেরো বোর্ড
  • রিলে RL1 = 5V DC
  • এল.ই.ডি. D1, D2 = Indicator LED
  • ডায়োড D3 = 1N4007
  • রেজিস্টর
    • R1 = 1kΩ
    • R2 = 220Ω
    • R3 = 110Ω
  •  
  • ট্রানজিস্টর Q1 = 2222A
  • কানেক্টর
    • J1 = Pin header connector
    • J2 = Terminal Block Connector

ভেরো বোর্ড:

ভেরো বোর্ডে আমরা প্রয়োজনীয় পার্টস বসাবো। কাজের শুরুতে ভেরো বোর্ডের পরিবর্তে ব্রেড-বোর্ডে ডায়াগ্রাম অনুসারে সার্কিট তৈরি করা যেতে পারে, তবে ব্রেড-বোর্ডে অনেক সময় কানেকশন ঠিকমত পায়না। ভেরো বোর্ডে সোল্ডারিং করে কানেকশন দেয়া যায় তাই ফাইনাল পি.সি.বি. তৈরির পূর্বে ভেরো বোর্ডে সিমুলেশন করে নেয়া ভালো।

ভেরো বোর্ড
ভেরো বোর্ড

রিলে:

রিলে ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। আমাদের লোডের ধরণ অনুসারে রিলে নির্বাচন করবো। এই মডিউলে SPDT রিলে RL1 ব্যবহার করা হয়েছে। যেহেতু আমাদের মডিউল 5V DC এর, তাই আমরা 5V DC রিলে ব্যবহার করবো। রিলের এম্পিয়ার লোড অনুসারে নির্ধারণ করতে হবে।

5V রিলে
5V রিলে

এল.ই.ডি:

D1 এল.ই.ডি. সার্কিটের মূল পাওয়ার ইনডিকেটর এবং D2 এল.ই.ডি. লোড অন/অফ ইনডিকেটর।

এল.ই.ডি.
এল.ই.ডি.

ডায়োড:

রিলে কয়েলের প্যারালালে প্রটেকটিভ ডায়োড D3 রিভার্স ডিরেকশনে সংযোগ করা হয়েছে। এটি অবশ্যই কয়েলের সাপ্লায়ের সাথে রিভার্স ডিরেকশন হতে হবে।

ডায়োড
ডায়োড

রেজিস্টর:

রেজিস্টর R1 এবং R2 যথাক্রমে এল.ই.ডি. D1 এবং D2 এর কারেন্ট লিমিট করার জন্য এবং R2 ট্রানজিস্টরের বেজের কারেন্ট লিমিট করার জন্য।

রেজিস্টর
রেজিস্টর

ট্রানজিস্টর:

এখানে KSP2222A NPN ট্রানজিস্টরের সাহায্যে রিলে সুইচিং করা হয়েছে। সমমানের যেকোন NPN ট্রানজিস্টর ব্যবহার করা যাবে। ট্রানজিস্টর কানেকশন দেয়ার সময় ডাটাশিট দেখে ইমিটার, বেজ এবং কালেক্টর সংযোগ দিতে হবে।

KSP2222A NPN ট্রানজিস্টর
KSP2222A NPN ট্রানজিস্টর

কানেক্টর:

কানেক্টর J1 রিলে মডিউলের পাওয়ার ও ইনপুট সিগনালের জন্য এবং কানেক্টর J2 লোড সংযোগ করার জন্য।

কানেক্টর
কানেক্টর

ডায়াগ্রাম:

5V রিলে মডিউল সার্কিট ডায়াগ্রাম
5V রিলে মডিউল সার্কিট ডায়াগ্রাম

ডায়াগ্রামের কানেক্টর J1 এর 4 নং টার্মিনাল 5V পাওয়ার সাপ্লায়ের পজেটিভ প্রান্ত, 3 নং টার্মিনাল ইনপুট সিগন্যাল এবং 1 এবং 2 নং টার্মিনাল পাওয়ার সাপ্লাই এবং ইনপুট সিগন্যালের গ্রাউন্ড সংযোগ করতে হবে। কানেক্টর J2 এবং রিলের মধ্যে সংযোগ মোটা তার দিয়ে দিতে হবে। আমাদের আউটপুট লোডের কারেন্ট এই অংশ দিয়ে প্রবাহিত হবে।

রিলে মডিউলের ব্যবহার

মাইক্রোকন্ট্রোলার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সার্কিট থেকে প্রাপ্ত সিগন্যালের সাহায্যে বেশি পাওয়ারের লোড চালানো সম্ভব হয় না। এই সমস্যা সমাধানের একটি সহজ উপায় রিলের সাহায্যে বেশি পাওয়ারের লোড চালানো। রিলে মডিউল ব্যবহারে সার্কিটের কোন রকম পরিবর্তন ছাড়াই বিভিন্ন ওয়াট/এম্পিয়ার/এ.সি./ডি.সি. লোড সংযোগ করা যায়।

মজার-মজার ইলেকট্রনিক্স প্রজেক্ট পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/channel/UCYHfZ8A796IzaOIdLJowwMQ?sub_confirmation=1

আপনি আরো পড়তে পারেন

আরডুইনো ডিজিটাল DHT11 টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর

এই প্রজেক্টে আমরা আরডুইনোতে DHT11 টেম্পারেচার -হিউমিডিটি সেন্সর সংযোগ করবো। প্রয়োজনীয় জিনিস-পত্র আরডুইনো ইউ.এন.ও. আরডুইনো IDE ইউ.এস.বি. A to B ক্যাবল ব্রেডবোর্ড DHT11 মডিউল ব্রেডবোর্ড

আরডুইনো ADC

ADC এর পূর্ণরূপ এনালগ টু ডিজিটাল। বিভিন্ন সেন্সর/ডিভাইস থেকে এনালগ সিগন্যাল পাওয়া যায়। কিন্তু মাইক্রোকন্ট্রোলার শুধু 0 এবং 1 পড়তে পারে। এজন্য এনালগ সিগন্যাল ভোল্টেজকে

আরডুইনো ডিজিটাল থার্মোমিটার

এই প্রজেক্টে আমরা LM35 টেম্পারেচার সেন্সর দিয়ে আরডুইনো ডিজিটাল থার্মোমিটার তৈরি করবো। প্রয়োজনীয় জিনিস-পত্র আরডুইনো ইউ.এন.ও. আরডুইনো IDE ইউ.এস.বি. A to B ক্যাবল ব্রেডবোর্ড LM35

আরডুইনো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (LCD)

এই প্রজেক্টে আমরা আরডুইনো UNO এর সাথে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (LCD) সংযোগ করে ডিসপ্লেতে লেখা প্রদর্শন করবো। প্রয়োজনীয় জিনিস-পত্র আরডুইনো ইউ.এন.ও. আরডুইনো IDE ইউ.এস.বি. A