শুরুতে আমরা আরডুইনোর একটি সাধারণ প্রজেক্ট তৈরি করবো।
প্রয়োজনীয় জিনিসপত্র
- আরডুইনো ইউ.এন.ও. (আরডুইনোর অন্য মডেল হলেও চলবে)
- আরডুইনো IDE
- USB A to B ক্যাবল
আরডুইনো ইউ.এন.ও. (Arduino UNO)
আরডুইনো ইউ.এন.ও. তৈরি করা হয়েছে মাইক্রোচিপ কোম্পানির ATmega328P মাইক্রোকন্ট্রোলার দিয়ে। এতে 14 টি ডিজিটাল ইনপুট/আউটপুট আছে যার মধ্যে 6 টি পিন দিয়ে পালস উইথ মডুলেশন (PWM) করা যায়।

এতে 6 টি এনালগ ইনপুট পিন এবং দুই ধরণের রেফারেন্স ভোল্টেজের (5V এবং 3.3V) ব্যবস্থা আছে। বোর্ডে 13 নম্বর পিনের সাথে একটি এল.ই.ডি. সংযোগ করা আছে।
আরডুইনো 6-20V DC পাওয়ার দিয়ে চালানো যায়, তবে 7-12V DC পাওয়ার সাপ্লাই দেয়াই ভালো। পাওয়ার সাপ্লাই সংযোগ দেয়ার জন্য একটি 2.1mm পাওয়ার জ্যাক আছে।
আরডুইনো ইউ.এন.ও স্পেসিফিকেশন
মাইক্রোকন্ট্রোলার | ATmega328P |
অপারেটিং ভোল্টেজ | 5V |
ইনপুট ভোল্টেজ রেঞ্জ | 7-12V |
ডিজিটাল ইনপুট/আউটপুট পিন | 14 টি 0-13 (3, 5, 6, 9, 10, 11 PWM এর জন্য) |
PWM ডিজিটাল ইনপুট/আউটপুট পিন | 6 টি 3, 5, 6, 9, 10, 11 |
Analog Input Pins এনালগ ইনপুট/আউটপুট পিন | 6 টি A0-A5 |
প্রতি ইনপুট/আউটপুট পিনে ডি.সি. কারেন্ট | 20 mA |
3.3V পিনে ডি.সি. কারেন্ট | 50 mA |
ফ্লাশ মেমরি | 32 KB (ATmega328P), 0.5 KB বুটলোডারের জন্য |
SRAM | 2 KB (ATmega328P) |
EEPROM | 1 KB (ATmega328P) |
ক্লক স্পিড | 16 MHz |
আরডুইনো IDE
আরডুইনো IDE হচ্ছে আরডুইনো প্রোগ্রামের কম্পাইলার যেখানে আমরা প্রোগ্রাম লিখে কম্পাইল করবো এবং হার্ডওয়ারে আপলোড করবো। আরডুইনোর ওয়েবসাইট (https://www.arduino.cc/en/Main/Software) থেকে সফটওয়ার টি ডাউনলোড করে নিতে হবে। উইন্ডোজ ব্যবহারকারী হলে মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করে নেয়া যাবে।

USB A to B ক্যাবল
এই ক্যাবলের সাহায্যে আমরা কম্পিউটার থেকে আরডুইনোতে প্রোগ্রাম আপলোড করবো।

প্রোগ্রামিং:
আরডুইনো IDE সফটওয়ারটি চালু করে নিচের কোডগুলো কপি-পেস্ট করুন
/* * LED Blink * www.eeebangla.com */ void setup() { // put your setup code here, to run once: pinMode(13, OUTPUT); } void loop() { // put your main code here, to run repeatedly: digitalWrite(13, HIGH); delay(1000); digitalWrite(13, LOW); delay(1000); }
এবার Tools -> Board এ যেয়ে Arduino Uno সিলেক্ট করে দিন।

এরপর কম্পিউটার পোর্ট সিলেক্ট করতে হবে। এজন্য Tools -> Port এ যেয়ে আপনার নির্ধারিত পোর্ট সিলেক্ট করে দিন।

পোর্ট নির্ধারণ: My Computer -> Properties -> Device Manager -> Ports(COM & LPT) এখানে USB SERIAL CH340 অথবা USB SERIAL Device এর পাশে যে পোর্ট লেখা থাকবে, আরডুইনো IDE তে সেই পোর্ট সিলেক্ট করে দিতে হবে।

বি:দ্র: আরডুইনো হার্ডওয়্যার সংযোগ বিচ্ছিন্ন করলে Device Manager এর Ports লিস্টে USB SERIAL CH340 অথবা USB SERIAL Device দেখা যাবে না।
প্রোগ্রাম আপলোড
আরডুইনো IDE আপলোড বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে প্রোগ্রাম কম্পাইল হয়ে আরডুইনো হার্ডওয়্যারে আপলোড হবে। আপলোড শেষে উইন্ডোর নিচের অংশে Done uploading মেসেজ দেখাবে।

আপলোড সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর হার্ডওয়ারের 13 নম্বর পিনের সাথে সংযুক্ত এল.ই.ডি. প্রোগ্রাম অনুসারে 1 সেকেন্ড পর জ্বলবে আবার 1 সেকেন্ড পর নিভে যাবে এবং এভাবে চলতে থাকবে।
মজার-মজার ইলেকট্রনিক্স প্রজেক্ট পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/channel/UCYHfZ8A796IzaOIdLJowwMQ?sub_confirmation=1
ভিডিও লিংক: https://youtu.be/k2GcSdiwIo4