ইলেকট্রনিকস শব্দটির উৎপত্তি “ইলেকট্রন” থেকে। ইলেকট্রনিকস পদার্থের মধ্যে ইলেকট্রনের গতি বিধি নিয়ন্ত্রণের কলাকৌশলের উপর প্রতিষ্ঠিত। ভ্যাকুয়াম, গ্যাস, সেমিকন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর জাতীয় পদার্থের মধ্যে ইলেকট্রন চলাচল নিয়ন্ত্রণ ও পরিচালনা করে কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করাই ইলেকট্রনিকস কৌশল।
হোল (Hole)
পরমাণুতে বাহ্যিক এনার্জি প্রয়োগের ফলে এর ভ্যালেন্স ব্যান্ড বা বাহিরের শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন স্থানান্তর হয়ে কন্ডাকশন ব্যান্ড বা উচ্চতর শক্তি স্তরে যায়। এ