মাতৃভাষা বাংলায় ট্রিপল ই ইঞ্জিনিয়ারিং

ট্রিপল ই বাংলা

Search
Close this search box.

ভোল্ট মিটার (Voltmeter)

ভোল্ট মিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা হয়। এটি লোডের সাথে প্যারালেলে সংযোগ করা হয়।

সাধারণ ভোল্ট মিটার ও অ্যামিটারের কার্যপ্রণালী একই এবং একই নীতিতে কাজ করে। ভোল্টমিটারের কয়েলের মধ্যদিয়ে ভোল্টেজের আনুপাতিক হারে কারেন্ট প্রবাহিত হয় এবং পাঠ পাওয়া যায়। এই মিটারের ইন্টারনাল রেজিস্টেন্স অনেক বেশি। ভোল্ট মিটারের কয়েল চিকন তারের অনেকগুলো প্যাঁচের কমন্বয়ে তৈরি করা হয়।

ভোল্ট মিটারের পাওয়ার লস (Power Loss of Voltmeter):

ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স RV, ভোল্ট মিটারে প্রয়োগকৃত ভোল্টেজ V হলে,
পাওয়ার লস Ww= V2/RV  ওয়াট
তাই ভোল্টমিটারের রেজিস্টেন্স যত বেশি হবে, পাওয়ার লস তত কম হবে।

ভোল্ট মিটারের প্রকারভেদ (Types of Voltmeter):

  • ১. মুভিং আয়রণ টাইপ অ্যামিটার (Moving Iron Type Ammeter)
    • ১.১. এ্যাট্রাকশন টাইপ অ্যামিটার (Attraction Type Ammeter)
    • ১.২. রিপালসন টাইপ অ্যামিটার (Repulsion Type Ammeter)
  • ২. মুভিং কয়েল টাইপ অ্যামিটার (Movong Coin Type Ammeter)
    • ২.১. পারমানেন্ট ম্যাগনেট টাইপ অ্যামিটার (Parmanent Magnet Type Ammeter)
    • ২.২. ডায়নামো মিটার টাইপ অ্যামিটার (Dynamo Meter Type Ammeter)
  • ৩. হট ওয়্যার টাইপ অ্যামিটার (Hot Wire Type Ammeter)
  • ৪. ইলেকট্রো স্ট্যাটিক টাইপ অ্যামিটার (Electrostatic Type Ammeter)
    • ৪.১. কোয়াড্রান্ট টাইপ ইলেকট্রো স্ট্যাটিক ভোল্ট মিটার (Quadrant Type Electrostatic Voltmeter)
    • ৪.২. এ্যাট্রাকটেড ডিস্ক টাইপ ইলেকট্রো স্ট্যাটিক ভোল্ট মিটার (Attracted Disk Type Electrostatic Voltmeter)
  • ৫. ইন্ডাকশন টাইপ অ্যামিটার (Induction Type Ammeter)
  • ৬. রেকটিফায়ার অ্যামিটার (Rectifier Ammeter)

 

ভোল্ট মিটারের ত্রুটি (Errors of Voltmeter):

  • ১. ঘর্ষণের কারণে মুভিং টাইপ ভোল্ট মিটারে ত্রুটি হয়। এই ত্রুটি কমানোর জন্য মুভিং সিস্টেমের ওজন কম রাখা হয়।
  • ২. তাপমাত্রার কারণে ভোল্ট মিটারের কয়েলের আয়তন পরিবর্তণ হয়, এতে পরিমাপে ত্রুটি দেখা দেয়। সোয়াম্পিং রেজিস্টর ব্যাবহার করে এই ত্রুটি দূর করা যায়।
  • ৩. প্যারালাক্স ত্রুটির কারণে মিটারের ডায়াল হতে পাঠ নিতে ত্রুটির হয়। স্কেলের উপর আয়না স্থাপন করে এই ত্রুটি দূর করা যায়।
  • ৪. মুভিং সিস্টেম ব্যালান্স না হলে পাঠে ত্রুটি হয়।

আপনি আরো পড়তে পারেন

ক্যাথোড রে অসিলোস্কোপ (Cathode Ray Oscilloscope)

অসিলোস্কোপ একটি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইন্সট্রুমেন্ট যা সার্কিট এনালাইসিস সহ ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সী, ফেজ কোণ, টাইম পিরিয়ড ইত্যাদি পরিমাপে ব্যবহার করা হয়। ক্যাথোড রে অসিলোস্কোপ

অসিলোস্কোপ (Oscilloscope)

অসিলোস্কোপ একটি বহুমুখী ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইন্সট্রুমেন্ট যা সার্কিট এনালাইসিস সহ ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সী, ফেজ কোণ, টাইম পিরিয়ড ইত্যাদি পরিমাপে ব্যবহার করা হয়। অসিলোস্কোপ দুই

সানওয়া PC20

সানওয়া PC20 মাল্টিমিটার সানওয়া PC20 মাল্টিমিটার বডি সানওয়া PC20 মাল্টিমিটার ডিসপ্লে সানওয়া PC20 মাল্টিমিটার প্রোব ফাংশন রেঞ্জ ইনপুট রেজিস্টেন্স একুরেসী মন্তব্য DCVডি.সি. ভোল্টজ 400mV ≥100MΩ

সানওয়া cd800a

সানওয়া CD800a ডিজিটাল মাল্টিমিটার মিটারের বিভিন্ন অংশ টেস্ট পিন (কভার ছাড়া) টেস্ট পিন কভার স্পেসিফিকেশনঃ মেজারিং পদ্ধতি Δ ∑ পদ্ধতি ডিসপ্লে 3 ¾ ডিজিট, 4000