মাতৃভাষা বাংলায় ট্রিপল ই ইঞ্জিনিয়ারিং

ট্রিপল ই বাংলা

Search
Close this search box.

ক্যাথোড রে অসিলোস্কোপ (Cathode Ray Oscilloscope)

অসিলোস্কোপ একটি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইন্সট্রুমেন্ট যা সার্কিট এনালাইসিস সহ ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সী, ফেজ কোণ, টাইম পিরিয়ড ইত্যাদি পরিমাপে ব্যবহার করা হয়। ক্যাথোড রে অসিলোস্কোপ প্রধান প্রধান চারটি অংশের সমন্বয়ে তৈরি। ক্যাথোড রে অসিলোস্কোপকে সংক্ষেপে CRO বলে।

  • ১. ক্যাথোড রে টিউব
  • ২. পাওয়ার সাপ্লাই ইউনিট
  • ৩. টাইম বেজ/ সুইপ সার্কিট
  • ৪. ডিফ্লেক্টিং অ্যামপ্লিফায়ার সার্কিট

ক্যাথোড রে টিউবঃ

ক্যাথোড রে অসিলোস্কোপের প্রধান অংশ ক্যাথোড রে টিউব, তাই একে অসিলোস্কোপের হার্ট বলা হয়। একে সংক্ষেপে CRT বলা হয়। অসিলোস্কোপে সব সিগন্যাল দৃশ্যমান হয়। এর গান সেকশন থেকে ইলেকট্রন বীম তৈরি হয়ে বিভিন্ন এনোডের মাধ্যমে বীম এর গতি বৃদ্ধি পেয়ে অত্যান্ত দ্রুত গতিতে ফসফর স্ক্রীনে আঘাত করে ফলে স্ক্রীনে সিগনাল দৃশ্যমান হয়। স্ক্রীনের ভিতরের দিকে ফসফর জাতীয় পদার্থের প্রলেপ দেয়া থাকে, ফলে ইলেকট্রন বীমের আঘাতে আলো উৎপন্ন হয়।

পাওয়ার সাপ্লাই ইউনিটঃ

পাওয়ার সাপ্লাই ইউনিটের সাহায্যে CRT এবং এমপ্লিফায়ার সার্কিটে পাওয়ার দেয়া হয়। CRT তে হাই ভোল্টেজ লাইন এবং এমপ্লিফায়ার সার্কিটে লোভোল্টেজ লাইন দেয়া হয়।

ভার্টিক্যাল সেকশনঃ

এই সেকশন CRT তে ভার্টিক্যালি সিগনাল প্রদর্শন করে।  ভার্টিক্যাল এমপ্লিফায়ার, ডিলে লাইন, এবং একজোড়া ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট নিয়ে গঠিত। যে সিগনাল পরিমাপ করতে হবে তাকে ভার্টিক্যাল এমপ্লিফায়ারে প্রয়োগ করা হয়। ভার্টিক্যাল এমপ্লিফায়ার সিগনালের শক্তিকে প্রয়োজনীয় মাত্রায় অ্যামপ্লিফাই করে ডিলে লাইনে পাঠায়। ডিলে লাইন প্রয়োজন অনুসারে সিগনালকে ডিলে করে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেটে প্রদান করে। ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট সিগনালকে ভার্টিক্যালি প্রদর্শন করে।

হরিজন্টাল সেকশনঃ

এই সেকশন CRT তে হরিজন্টালি সিগনাল প্রদর্শন করে। ট্রিগারিং সার্কিট, টাইম বেজ/ সুইপ সার্কিট, হরিজন্টাল অ্যামপ্লিফায়ার এবং হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট নিয়ে গঠিত। ট্রিগারিং সার্কিট ট্রিগারিং পাল্‌স তৈরি করে। এটি ভার্টিক্যাল এমপ্লিফায়ার থেকে অথবা এক্সটারনাল সিগনাল গ্রহণ করে। ট্রিগারিং সার্কিটের ট্রিগারিং পাল্‌স টাইম বেজ/ সুইপ সার্কিটকে ট্রিগার করে। সুইপ সার্কিট সিগনাল তৈরি করে হরিজন্টাল এমপ্লিফায়ারে দেয়। হরিজন্টাল অ্যামপ্লিফায়ার সিগনালকে প্রয়োজনীয় মানে অ্যামপ্লিফাই করে হরিজন্টাল ডিফ্লেকশন প্লেটে প্রদান করে। হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট সিগনালকে হরিজন্টালি প্রদর্শন করে।

আপনি আরো পড়তে পারেন

ভোল্ট মিটার (Voltmeter)

ভোল্ট মিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা হয়। এটি লোডের সাথে প্যারালেলে সংযোগ করা হয়। সাধারণ ভোল্ট মিটার ও অ্যামিটারের কার্যপ্রণালী একই এবং একই নীতিতে কাজ

অসিলোস্কোপ (Oscilloscope)

অসিলোস্কোপ একটি বহুমুখী ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইন্সট্রুমেন্ট যা সার্কিট এনালাইসিস সহ ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সী, ফেজ কোণ, টাইম পিরিয়ড ইত্যাদি পরিমাপে ব্যবহার করা হয়। অসিলোস্কোপ দুই

সানওয়া PC20

সানওয়া PC20 মাল্টিমিটার সানওয়া PC20 মাল্টিমিটার বডি সানওয়া PC20 মাল্টিমিটার ডিসপ্লে সানওয়া PC20 মাল্টিমিটার প্রোব ফাংশন রেঞ্জ ইনপুট রেজিস্টেন্স একুরেসী মন্তব্য DCVডি.সি. ভোল্টজ 400mV ≥100MΩ

সানওয়া cd800a

সানওয়া CD800a ডিজিটাল মাল্টিমিটার মিটারের বিভিন্ন অংশ টেস্ট পিন (কভার ছাড়া) টেস্ট পিন কভার স্পেসিফিকেশনঃ মেজারিং পদ্ধতি Δ ∑ পদ্ধতি ডিসপ্লে 3 ¾ ডিজিট, 4000