মাতৃভাষা বাংলায় ট্রিপল ই ইঞ্জিনিয়ারিং

ট্রিপল ই বাংলা

Search
Close this search box.

নট গেইট

নট গেইটের মাত্র একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে।

নট গেইট সিম্বল
নট গেইট সিম্বল

নট গেইটের ইনপুট হাই (লজিক্যাল 1) হলে আউটপুট লো (লজিক্যাল 0) হবে এবং ইনপুট লো (লজিক্যাল 0) হলে আউটপুট হাই (লজিক্যাল 1) হবে।

নট গেইট সিমুলেশন
নট গেইট সিমুলেশন

নট গেইট ট্রুথ টেবিল:

 

ইনপুটআউটপুট
AY
01
10

আমরা নট গেইট রেজিস্টর এবং ট্রানজিস্টর দিয়ে তৈরি করবো।

প্রয়োজনীয় পার্টস:

  • ব্রেড বোর্ড
  • LED
  • রেজিস্টর
    • R1 = 10kΩ
    • R2 = 220Ω
  • ট্রানজিস্টর 2N2222
  • ব্রেড বোর্ড কানেক্টর
  • 5V পাওয়ার সাপ্লাই
  • SPST সুইচ
  • মেল হেডার কানেক্টর

ডায়াগ্রাম:

নট গেইট সার্কিট ডায়াগ্রাম
নট গেইট সার্কিট ডায়াগ্রাম

ডায়াগ্রাম অনুসারে ব্রেড বোর্ডে সার্কিট তৈরি করে সুইচ অফ থাকা অবস্থায় LED জ্বলবে এবং সুইচ অন করলে LED নিভে যাবে।

মজার-মজার ইলেকট্রনিক্স প্রজেক্ট পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন:  https://www.youtube.com/channel/UCYHfZ8A796IzaOIdLJowwMQ?sub_confirmation=1

ভিডিও লিংক: https://youtu.be/XatNcEJ4Uhg

 

আপনি আরো পড়তে পারেন

অর গেইট

অর গেইট ব্যবহার করা হয় বুলিয়ান যোগের জন্য। এই গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। অর গেইট সিম্বল অর গেইটের

এন্ড গেইট

অ্যান্ড গেইট ব্যবহার করা হয় বুলিয়ান গুণের জন্য। এই গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। এন্ড গেইট সিম্বল শুধুমাত্র সকল

লজিক গেইট

লজিক গেইট এক ধরণের ইলেকট্রনিক্স সার্কিট যেটি এক বা একাধিক বাইনারি ইনপুট সিগন্যাল গ্রহণ করে মাত্র একটি বাইনারি সিগন্যাল আউটপুটে প্রদান করে। লজিক গেইট সাধারণত