লজিক গেইট এক ধরণের ইলেকট্রনিক্স সার্কিট যেটি এক বা একাধিক বাইনারি ইনপুট সিগন্যাল গ্রহণ করে মাত্র একটি বাইনারি সিগন্যাল আউটপুটে প্রদান করে।
লজিক গেইট সাধারণত ডায়োড অথবা ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হয়। তবে এটি রিলে, ভ্যাকুয়াম টিউব, মেকানিক্যাল ডিভাইস দিয়েও তৈরি করা যায়।
লজিক গেইটের প্রকারভেদ
- মৌলিক লজিক গেইট (Basic Logic Gates)
- ইউনিভার্সাল লজিক গেইট (Universal Gate)
- ন্যান্ড গেইট (NAND Gate)
- নর গেইট (NOR Gate)
- অন্যান্য লজিক গেইট
- এক্স অর গেইট (XOR Gate)
- এক্স নর গেইট (XNOR Gate)
ট্রুথ টেবিল বা সত্যক সারণী (Truth Table)
লজিক গেইটের ইনপুট এবং আউটপুটের মধ্যকার সম্পর্ক এবং লজিক্যাল অবস্থা যে টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হয় তা ট্রুথ টেবিল বা সত্যক সারণী।