জিনার ডায়োড অধিক মাত্রায় ডোপিংকৃত পি-এন জাংশন ডায়োড। এটি সিলিকন বা জার্মেনিয়ামের তৈরি। এদের একটি নির্দিষ্ট ব্রেক ডাউন ভোল্টেজ থাকে। জিনার ডায়োড রিভার্স বায়াসিং এ ব্রেক ডাউন রিজিওনে পরিচালিত হয়।

এটি প্রটেকটিভ ডিভাইস হিসেবে ওভার ভোল্টেজ প্রটেকশনে ব্যাবহার করা হয়। এটি সার্কিটে রিভার্স বায়াসে সংযোগ করা হয়। যখন নির্দিষ্ট ভোল্টেজ অতিক্রম করে, তখন ডায়োডের ব্রেক ডাউন ঘটে অতিরিক্ত ভোল্টেজ শর্ট সার্কিটের মাধ্যমে গ্রাউন্ড হয়ে যায়।