টানেল ডায়োড অত্যাধিক ডোপিংকৃত পি-এন সেমিকন্ডাক্টর ডায়োড। এটি সাধারণ ডায়োড হতে প্রায় 1000 গুণ বেশি মাত্রায় ডোপিং করা হয়। ফলে এর জাংশন অনেক পাতলা হয় এবং অল্প পরিমাণ রিভার্স ভোল্টেজে ব্রেক ডাউন হয়।

ফরওয়ার্ড বায়াসে অল্প ভোল্টেজে কারেন্ট দ্রুত বৃদ্ধি পায়। একটি নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত কারেন্ট বৃদ্ধি পাওয়ার পর, ভোল্টেজ বৃদ্ধি করলেও কারেন্ট কমে যায়। এরপর কারেন্ট আরও বৃদ্ধি করলে সাধারণ ডায়োডের মত আচরণ করে।