মাতৃভাষা বাংলায় ট্রিপল ই ইঞ্জিনিয়ারিং

ট্রিপল ই বাংলা

Search
Close this search box.

প্যারালেল সার্কিট (Parallel Circuit

একাধিক লোডের প্রতিটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলো অন্য আরেকটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয় যা কারেন্ট প্রবাহের একাধিক পথ তৈরী হয়, তাকে প্যারালেল সার্কিট বলে। অথবা একাধিক লোড বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমন ভাবে সংযোগ করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে, একে প্যারালেল সার্কিট বলে।

প্যারালেল সার্কিট
প্যারালেল সার্কিট

প্যারালেল সার্কিটের বৈশিষ্ট্যঃ

  • ১. প্রতিটি লোডে ভোল্টেজ সমান থাকে।
  • ২. প্রতিটি লোডে কারেন্ট ভিন্ন হয়।
  • ৩. প্রতিটি লোডের কারেন্টের যোগফল, সার্কিটের মোট কারেন্টের সমান।

যদি একটি প্যারালেল সার্কিটে 4 টি লোড থাকে,
লোড গুলোর রেজিস্ট্যান্স যথাক্রমে R1, R2, R3 ও R4,
কারেন্ট I1, I2, I3 ও I4 এবং ভোল্টেজ V1, V2, V3 ও V4 হয়,
তবে,
$$ \begin{align*} \text{মোট রেজিস্ট্যান্স R} &= \frac{1}{\frac{1}{R_1} + \frac{1}{R_2} + \frac{1}{R_3} + \frac{1}{R_4}} \\ \text{মোট ভোল্টেজ V} &= V_1 = V_2 = V_3 = V_4\\ \text{মোট কারেন্ট I} &= I_1 + I_2 + I_3 + I_4\\ \end{align*} $$

প্যারালেল সার্কিটের সুবিধাঃ

  • ১. প্রতিটি লোডকে আলাদা-আলাদা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়।
  • ২. একটি লোড নষ্ট হলেও অন্য লোডের উপর প্রভাব পরে না।
  • ৩. প্রতিটি লোড সমান ভোল্টজ পায়। বাসা-বাড়ি ও বিভিন্ন স্থানে লোড সমূহ প্যারালেলে চালানো হয়।

আপনি আরো পড়তে পারেন

ইন্টিগ্রেটর সার্কিট

যে ইলেকট্রনিক্স সার্কিটের আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রাল মানের সমানুপাতিক তাকে ইন্টিগ্রেটর সার্কিট বলে। (আউটপুট ভোল্টেজ) α ʃ (ইনপুট ভোল্টেজ) অথবা যেসব RC  সার্কিটের ক্যাপাসিটরের

SCR ল্যাচিং (SCR Latching)

ট্রিগারিং এর মাধ্যমে SCR অফ অবস্থা হতে অন অবস্থায় গেলে কারেন্টের মান অনেক বেড়ে যায়, এই অবস্থাকে ল্যাচিং বলে।

গ্যাসিং পয়েন্ট (Gassing Point)

ব্যাটারি চার্জিং এ, চার্জিং এর এক সময় সেলের মধ্যে প্রচুর গ্যাস উৎপন্ন হয়, ইলেকট্রলাইটে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের বুদ-বুদ সৃষ্টি হয় এবং ইলেকট্রলাইটের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দেয়,

কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং পদ্ধতি (Constant Current Charging Method)

এই পদ্ধতিতে ব্যাটারি চার্জের সময় কারেন্টকে নির্দিষ্ট মানে স্থির রাখা হয়। চার্জিং কারেন্ট, সরবরাহ ভোল্টেজ ও ব্যাটারির ভোল্টেজের সমানুপাতিক। এই পদ্ধতিতে চার্জিং এ বেশী সময়