একাধিক লোডের প্রতিটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলো অন্য আরেকটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয় যা কারেন্ট প্রবাহের একাধিক পথ তৈরী হয়, তাকে প্যারালেল সার্কিট বলে। অথবা একাধিক লোড বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমন ভাবে সংযোগ করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে, একে প্যারালেল সার্কিট বলে।

প্যারালেল সার্কিটের বৈশিষ্ট্যঃ
- ১. প্রতিটি লোডে ভোল্টেজ সমান থাকে।
- ২. প্রতিটি লোডে কারেন্ট ভিন্ন হয়।
- ৩. প্রতিটি লোডের কারেন্টের যোগফল, সার্কিটের মোট কারেন্টের সমান।
যদি একটি প্যারালেল সার্কিটে 4 টি লোড থাকে,
লোড গুলোর রেজিস্ট্যান্স যথাক্রমে R1, R2, R3 ও R4,
কারেন্ট I1, I2, I3 ও I4 এবং ভোল্টেজ V1, V2, V3 ও V4 হয়,
তবে,
$$ \begin{align*} \text{মোট রেজিস্ট্যান্স R} &= \frac{1}{\frac{1}{R_1} + \frac{1}{R_2} + \frac{1}{R_3} + \frac{1}{R_4}} \\ \text{মোট ভোল্টেজ V} &= V_1 = V_2 = V_3 = V_4\\ \text{মোট কারেন্ট I} &= I_1 + I_2 + I_3 + I_4\\ \end{align*} $$
প্যারালেল সার্কিটের সুবিধাঃ
- ১. প্রতিটি লোডকে আলাদা-আলাদা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়।
- ২. একটি লোড নষ্ট হলেও অন্য লোডের উপর প্রভাব পরে না।
- ৩. প্রতিটি লোড সমান ভোল্টজ পায়। বাসা-বাড়ি ও বিভিন্ন স্থানে লোড সমূহ প্যারালেলে চালানো হয়।