সেলে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হাইড্রোজেন আয়ন পজেটিভ ইলেকট্রোডে চার্জ প্রদান করে ইলেকট্রোডের গায়ে বুদবুদ আকারে জমা হয়। এই বুদবুদ ইলেকট্রোডের গায়ে একটি স্তর সৃষ্টি করে যা চার্জ আদান প্রদানে বাধা সৃষ্টি করে, একে পোলারায়ন ত্রুটি বলে।
পোলারায়ন ত্রুটি দূর করার জন্য যে ব্যাবস্থা নেয়া হয় তাকে ডিপোলারাইজেশন এবং এই কাজটি যে রাসায়নিক পদার্থ করে তাকে ডিপোলারাইজার বলে।
ল্যাকল্যান্স সেল, ড্রাই সেল ইত্যাদিতে পোলারায়ন ত্রুটি হয়। ল্যাকল্যান্স সেল ও, ড্রাই সেলের ডিপোলারাইজার ম্যাঙ্গানিজ-ডাই-অক্সাইড।