মাতৃভাষা বাংলায় ট্রিপল ই ইঞ্জিনিয়ারিং

ট্রিপল ই বাংলা

Search
Close this search box.

বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবাল্য বা বৈদ্যুতিক ক্ষেত্র শক্তি বা ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি (Electric Field Intensity)

কোন বৈদ্যুতিক ক্ষেত্রের একটি বিন্দুতে একটি একক পজেটিভ চার্জ স্থাপন করলে ঐ বিন্দুতে ক্রিয়াশীল বলকে বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবাল্য বা বৈদ্যুতিক ক্ষেত্র শক্তি বলে।
এর একক নিউটন/কুলম্ব।

\(\begin{align*} &\text{ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি} && =E,\\ &\text{চার্জ }&& =Q \text{ এবং}\\ &\text{বল }&& =F \text{ হলে,}\\ & & E& = \frac{F}{Q} \text{ নিউটন/কুলম্ব}\\ \end{align*}\)

আপনি আরো পড়তে পারেন

ইন্টিগ্রেটর সার্কিট

যে ইলেকট্রনিক্স সার্কিটের আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রাল মানের সমানুপাতিক তাকে ইন্টিগ্রেটর সার্কিট বলে। (আউটপুট ভোল্টেজ) α ʃ (ইনপুট ভোল্টেজ) অথবা যেসব RC  সার্কিটের ক্যাপাসিটরের

SCR ল্যাচিং (SCR Latching)

ট্রিগারিং এর মাধ্যমে SCR অফ অবস্থা হতে অন অবস্থায় গেলে কারেন্টের মান অনেক বেড়ে যায়, এই অবস্থাকে ল্যাচিং বলে।

গ্যাসিং পয়েন্ট (Gassing Point)

ব্যাটারি চার্জিং এ, চার্জিং এর এক সময় সেলের মধ্যে প্রচুর গ্যাস উৎপন্ন হয়, ইলেকট্রলাইটে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের বুদ-বুদ সৃষ্টি হয় এবং ইলেকট্রলাইটের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দেয়,

কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং পদ্ধতি (Constant Current Charging Method)

এই পদ্ধতিতে ব্যাটারি চার্জের সময় কারেন্টকে নির্দিষ্ট মানে স্থির রাখা হয়। চার্জিং কারেন্ট, সরবরাহ ভোল্টেজ ও ব্যাটারির ভোল্টেজের সমানুপাতিক। এই পদ্ধতিতে চার্জিং এ বেশী সময়