পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহের একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে।
একটি কন্ডাক্টরের দুই প্রান্তে ভোল্টেজ বিরাজমান থাকলে, ইলেকট্রিক চার্জ প্রবাহিত হয়। বৈদ্যুতিক সার্কিটে কন্ডাক্টরের মধ্যে এই চার্জ ইলেকট্রন, ইলেকট্রোলাইটিকে আয়নের মাধ্যমে এবং প্লাজমাতে আয়ন এবং ইলেকট্রনের মাধ্যমে প্রবাহিত হয়। কারেন্টের একক এমপিয়ার। একে এমিটার দিয়ে পরিমাপ করা হয়।
কারেন্টকে i দ্বারা প্রকাশ করা হয়।